কোভিড আতঙ্ক ছড়াতেই তৎপর হিমাচল প্রশাসন। রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার! রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক।

আরও পড়ুন:চিন ফেরত যুবকের শরীরে মিলল কোভিডের নয়া প্রজাতি BF.7, বাড়ি সিল করল প্রশাসন

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু রাজ্যে ঘুরতে আসা পর্যটকদের মাস্ক পরার জন্য অনুরোধ করেন। এ বার রাজ্যে মাস্ক পরার বিষয়ে জারি করা হল সরকারি নির্দেশিকা।

চিনে কোভিডের বাড়বাড়ন্ত শুরু হতেই অতিমারি রুখতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র। রাজ্যে রাজ্যে কোভিড নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছে ভারত সরকার।

পাহাড়ের অন্যতম সেরা ঠিকানা হিমাচল প্রদেশ। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে পর্যটকরা এই সময় হিমাচলে বেড়াতে যান। তাই বাইরে থেকে আসা পর্যটকদের মাধ্যমে কোনও ভাবেই যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে সতর্ক হিমাচল প্রদেশ সরকার।





 
 
 
 































































































































