অসুস্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, ভর্তি দিল্লির এইমস হাসপাতালে

0
3

হঠাৎ অসুস্থ হয়ে দিল্লির এইমস(AIIMS) হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman)। সোমবার বেলা বারোটা নাগাদ হাসপাতালে ব্যক্তিগত ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৬৩ বছর বয়সী নির্মলা।

সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাসপাতালে ভরতি করতে হয়েছে, তা প্রাথমিকভাবে জানা হয়নি। কী শারীরিক সমস্যা হয়েছে, তাও জানানো হয়নি বলে ওই সংবাদসংস্থা জানিয়েছে। সেইসঙ্গে নাম গোপন রাখার শর্তে এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, ‘গুরুতর কিছু হয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের। তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে।’ যদিও সংবাদ সংস্থা এএনআই সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বার্ষিক রুটিন চেক আপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাসপাতালে ভরতি হয়েছেন। এইমসের তরফে এনিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।