একের পর এক বিস্ফোরণে কোপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। রবিবার ওই প্রদেশে একাধিক বিস্ফোরণে ৫ পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বেশ কয়েক জন বাসিন্দা।


আরও পড়ুন:ফরএভার মিসেস ইন্ডিয়া রানার আপ বাংলার মেয়ে পূজা নাগ !
পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।

অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মী-সহ ৮ জন জখম হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন জখম হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। নিরাপত্তা ব্যবস্থার উপর আরও জোর দেওয়া হয়েছে। ইসলামাবাদের পর ফের বালুচিস্তানে বিস্ফোরণের জেরে উদ্বেগ বেড়েছে পাক প্রশাসনের।






































































































































