বড়দিনে বাতিল কোন কোন ট্রেন? জেনে নিন

0
1

আজ বড়দিন। ছুটির ওম গায়ে মেখে আজ চড়ুইভাতির দিন। নিকো পার্ক থেকে চিড়িয়াখানা, মিলেনিয়াম পার্ক থেকে ব্যান্ডেল চার্জ – আজ সর্বত্রই ভিড়। তবে বড়দিনের সকালে বাতিল একাধিক লোকাল ট্রেন । কোথাও বেরনোর আগে জেনে নিন বাতিল ট্রেনের তালিকা-

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বড়দিনের আগেই খুলতে চলছে সাঁতরাগাছি ব্রিজ

বড়দিনে বারাসত-বনগাঁ শাখা এবং বারাসত হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বারাসত রেল স্টেশনের উপর পুরনো ফুটওভার ব্রিজ পর্যবেক্ষণের পর জীর্ণ হওয়ার কারণে, অনেকদিন ধরেই বন্ধ করে রাখা হয়েছে। পরবর্তীতে ওই ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। সেই ফুটওভার ব্রিজটি ভাঙার কাজ শুরু হওয়ার কারণে শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত দমদম – বনগাঁ শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। সেই কারণে ২৫ ডিসেম্বর সকালে বারাসত-বনগাঁ এবং বারাসত-হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল আংশিক ব্যাহত হবে।


কী কী ট্রেন বাতিল করা হয়েছে?
১) বারাসত-হাসনাবাদ লাইনে আপ ৩৩৩১৩ এবং ডাউন ৩৩৩১২ লোকাল বাতিল করা হয়েছে।
২) বারাসত-বনগাঁ লাইনে আপ ৩৩৩৬১ এবং ডাউন ৩৩৩৬২ লোকাল বাতিল করা হয়েছে।