বড়দিনে উধাও শীত! তাপমাত্রা লাফিয়ে বাড়ল ৩ ডিগ্রি

0
1

ভোরবেলায় ঘন কুয়াশায় মুখ ঢেকেছে শহর কলকাতা। কিন্তু নেই শীতের আমেজ। পারদ পতন তো দূর, উল্টে ঘূর্ণাবতের জেরে বড়দিনে তাপমাত্রা একধাক্কায় বাড়ল ৩ ডিগ্রি। বড়দিনের সকালে কনকনে উত্তুরে হাওয়ার বদলে আরও খানিকটা উষ্ণ হল শহর কলকাতা।

আরও পড়ুন:বড়দিনের আগেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত! কনকনে শীতের আমেজ উধাও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

বড়দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা-ও ২ ডিগ্রি বেশি। সারাদিন ১৭ থেকে ২৯ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোচ্ছে। আপাতত এটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর। সোমবার এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। ক্রমশ শ্রীলঙ্কা ও কোমোরিন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করে আরব সাগরের দিকে এগিয়ে যাবে। উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হবে কেরলে। মঙ্গলবার লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগর ও কোমরিন সংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।