আবাস যোজনার দুর্নীতি বরদাস্ত করবে না রাজ্য: কড়া বার্তা ফিরহাদের

0
1

আবাস যোজনায় দুর্নীতি ঠেকাতে সব রকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার (State Governor)। চলছে কড়া নজরদারি। আবাস যোজনার দুর্নীতি বরদাস্ত করবে না সরকার। রবিবার সাফ জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, রাজ্য সরকার দুর্নীতিকে কোনও ভাবেই প্রশ্রয় দেবে না।

আবাস যোজনার দুর্নীতি নিয়ে অভিযোগ উঠতেই তৎপর হয়েছে প্রশাসন। এরই মধ্যে সরকারি তরফে আবাস যোজনা নিয়ে সমীক্ষা শুরু হয়েছে। জেলা জেলায় চলছে এই সমীক্ষা। জানা গিয়েছে সমীক্ষা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আগের তালিকা থেকে প্রায় সাড়ে পাঁচ লাখের মতো সুবিধাভোগীর নাম বাদ পড়েছে। অবৈধ ভাবে যাঁদের নাম তালিকায় ঢোকানো হয়েছিল এরকম আরও নাম বাদ যাবে বলে মনে করা হচ্ছে। যদিও সুবিধাভোগীদের তালিকা অনেকদিন আগেই তৈরি হয়েছিল। তখন যেমন অবস্থা ছিল সেই অনুযায়ী তালিকায় নাম তোলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে অনেকেই পরিস্থিতির পরিবর্তন হওয়ায় নিজে থেকেই নাম কাটিয়ে দেন।