সদ্য শেষ হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে লিওনেল মেসির দল। গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস দখলে নিয়েছে আর্জেন্তিনার মেসি এবং মার্টিনেজ। গোল্ডেন বুট নিজের দখলে রেখেছেন কিলিয়ান এমবাপে। তবে এরই মধ্যে সবার নজর ছিল যে বিশ্বকাপের সেরা গোল কোনটি? তা এবার প্রকাশ করল ফিফা। এবারের বিশ্বকাপে রেকর্ড ১৭২টি গোল হয়েছে। আর তারই মধ্যে সেরা গোল নির্বাচিত হয়েছে রিচার্লিসনের সার্বিয়ার বিরুদ্ধে বাইসাইকেল কিকের গোলটি।
সার্বিয়া বিরুদ্ধে কাতারে লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭৩তম মিনিটে অনবদ্য গোলটি করেছিলেন রিচার্লিসন। বাঁ দিক থেকে সাইড ফুটে ক্রস করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই বলকেই বাঁ পায়ের টোকাতে তুলে নিয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে ১৩ গজ দূর থেকে অনবদ্য বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিসন। আর সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লসনের অ্যাক্রোবাটিক গোলকেই সমর্থকেরা ভোট দিয়ে সেরা গোল নির্বাচিত করেছেন। এই খবরে খুশি ব্রাজিল স্ট্রাইকারও।
Richarlison! What have you done?! 🤯#FIFAWorldCup | @richarlison97 pic.twitter.com/kCKFdlINXq
— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2022