প্রকাশ্যে এলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), তবে এবার ধরা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ( Atal Bihari Vajpayee) বেশে। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে নির্মাতারা শেয়ার করলেন ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) ছবির পোস্টার।
রবি যাদব পরিচালিত ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। এদিন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। সবকটিই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের বায়োপিক ‘ম্যায় অটল হুঁ’-এর লুকের।জানা যাচ্ছে, ২০২৩-এর ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বলছেন পঙ্কজ ত্রিপাঠী এই ছবির সেরা প্রাপ্তি হতে চলেছে। যদিও অভিনেতা জানান চরিত্র এতটাই চ্যালেঞ্জিং যে মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে তাঁকে। পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীয়ের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলা যে কোনও অভিনেতার কাছে অত্যন্ত গর্বের, তাও জানান অভিনেতা।