১) আইএসএলের লাস্ট বয়ের কাছে অপ্রত্যাশিত হার এটিকে মোহনবাগানের। নর্থইস্ট ইউনাইটেড এর আগে ১০ ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে। নর্থইস্টের হয়ে একমাত্র গোলটি করেন উইলমার জর্ডন।
২) ফাইনালে মেসির তৃতীয় গোল অবৈধ, রেফারি ওপর ক্ষোভ ফরাসি সমর্থকদের। পাল্টা তোপ মার্সিনিয়াকের। পোল্যান্ডে ফিরে গিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলানো রেফারি মার্সিনিয়াক কিছু ফুটেজ দেখিয়ে বলেছেন এমবাপের করা গোলটি ছিল অবৈধ।
৩) ফের বিশ্বকাপ ফাইনাল করার দাবি। এই দাবিতে একটি পিটিশনে সই দুই লক্ষ ফরাসি সমর্থকের। জানা যাচ্ছে, গত শুক্রবার অবধি, প্রায় দুই লক্ষ মানুষ একটি পিটিশনে সই করেছেন। যেখানে বলা হয়েছে যে পুনরায় এই ফাইনাল খেলানো হোক।
৪) বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তুলে নেয় চেন্নাই সুপার কিং। আর স্টোকস চেন্নাই আসতেই খুশি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিলামের পর এমনটাই জানান চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন।
৫) বড় দায়িত্বে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট দলের নতুন মুখ্য নির্বাচক হলেন তিনি। শনিবার আফ্রিদিকে তুলে দেওয়া হয়েছে এই দায়িত্ব। তিন সদস্যের এই নির্বাচক কমিটিতে আফ্রিদির সঙ্গে রয়েছেন আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার।
আরও পড়ুন:আইএসএলের লাস্ট বয়ের কাছে হার মোহনবাগানের