বাবার সঙ্গে ছবি পোস্ট পেলে কন‍্যার, দিলেন আবেগঘন বার্তা

0
3

কেমন আছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে? ফুটবল সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে বার্তা দিলেন তাঁর কন্যা কেলি নাসিমেন্টো। দীর্ঘদিন ধরেই অসুস্থ পেলে। কোলন ক‍্যান্সারের জন‍্য ভর্তি হাসপাতালে। সমস‍্যা রয়েছে হৃদযন্ত্র এবং কিডনিতেও। কিংবদন্তির দ্রুত সুস্থতায় প্রার্থনা করছে গোটা বিশ্ব। আর এই অবস্থায় পেলের সাম্প্রতিক ছবি তুলে ধরলেন তাঁর কন্যা কেলি নাসিমেন্টো। সঙ্গে দিলেন এক আবেগঘন বার্তা।

কেলি নিজের সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি দিয়ে লেখেন,” আমরা লড়াই করে যাচ্ছি, বিশ্বাস রাখছি। আরও একটা রাত বাবার কাছে কাটালাম।” ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় থাকা অসুস্থ বাবাকে জড়িয়ে ধরেছেন কেলি। পেলের নাতনি সোফিয়াও সেখানে আছেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ফুটবল সম্রাট পেলে।  ক্যান্সার পাশাপাশি সমস্যা রয়েছে হৃদযন্ত্র ও কিডনিতেও। বেশ কিছুদিন ধরেই তিনি ভরতি রয়েছেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। হাসপাতালে থেকেই কাতার বিশ্বকাপ দেখেছেন পেলে।