রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২০ জন আবাসিকের। গতকাল, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে, রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার কেমোরাভো শহরে। ওই বেসরকারি বৃদ্ধাশ্রমটি ছিল কাঠের নির্মাণের। সেখানেই আচমকা আগুন লাগে। যার ফলে ওই বাড়িটির একটি অংশ আগুনে পুড়ে যায় সম্পূর্ণ।

অগ্নিকাণ্ড এতটাই বিধ্বংসী রূপ নিয়েছিল যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গেলেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকল কর্মীদের অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাশিয়ার জরুরি বিভাগের তরফে জানানো হয়েছে, ওই বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল ও কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় কাঠের ঘরে চিমনি লাগানো ছিল। যার থেকেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়তে বলে অনুমান দমকল কর্মীদের।

জখম অবস্থায় ওই বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে ৬ জনকে। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু এইভাবে বয়স্ক মানুষেরা থাকেন যেখানে, সেই জায়গায় কীভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই? কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন কেমোরোভের গর্ভনর।












































































































































