আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত এক পয়েন্টও পায়নি। ১০ ম্যাচের ১০টি তেই হেরে গিয়েছে তারা। তবে, এহেন নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নামার আগেও একাধিক ফুটবলারের চোট ভাবাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেডকে।

৬ বিদেশি নিয়ে খেলার সুযোগ থাকলেও এটিকে মোহনবাগানের দলে রয়েছেন মাত্র ৪ বিদেশি। এভাবে আইএসএলের ম্যাচ খেলা যে কঠিন, তা মেনে নিচ্ছেন বাগান কোচ জুয়ান ফেরান্দ। এই নিয়ে জুয়ান বলেন, ” প্রায় প্রতিটি দলই ৬ বিদেশি নিয়ে খেলছে। সেখানে আমরা ৩ বিদেশি নিয়েও খেলেছি। তবে দলের প্রতি আমার ভরসা আছে। এটিকে মোহনবাগান দলে কোনও দেশি-বিদেশি বিভেদ নেই। গোটা দল একসঙ্গে পরিশ্রম করবে। এবং প্রতি ম্যাচেই পরিশ্রম করছে।”

চোটের জন্য জনি কাউকো আগেই শিবির ছেড়েছেন। মনে করা হচ্ছে, তিনি আর এবারের আইএসএল-এ আর খেলতে পারবেন না। চোট থাকায় হুগো বৌমোসকেও এই ম্যাচে খেলানোর ঝুঁকি নেবে না এটিকে মোহনবাগান। ফ্লোরেন্টিন পোগবাকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে মোহনবাগান। তার বদলে দলে এসেছেন ডামজানোভিচক।
ফেরান্দো বলেন,”অনেকেই ভাবছেন ম্যাচটি সহজ হবে। তবে ম্যাচটি মোটেও সহজ হবেনা। আমার ফুটবলার আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে। তারা ম্যাচে কিছু করে দেখাতে চায়। আমরা চেষ্টা করবো আগামী ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরার।”












































































































































