মমতার পথে হেঁটে এবার বিনামূল্যে রেশনের ঘোষণা মোদি সরকারের

0
3

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পথে হেঁটে আরও একবছর বিনামূল্যে রেশন(free ration) দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। এই সিদ্ধান্তের ফলে আগামী জানুয়ারি মাস থেকে বিনামূল্য রেশন পাবেন ৮১ কোটি ৩৩ লক্ষ ভারতবাসী! তবে এই বিনামূল্যে রেশন দেওয়া হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সুবিধাভোগীদের। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে মাসে যে মাথাপিছু ৫ কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হচ্ছিল, সেটা ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাচ্ছে।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, জানুয়ারি থেকে জাতীয় প্রকল্পের গ্রাহকরা শুধু সাধারণ বরাদ্দের খাদ্যশস্য পাবেন। অন্ত্যোদয় শ্রেণিতে পরিবার পিছু মাসে ৩৫ কেজি। এবং অন্যদের মাসে মাথাপিছু পাঁচ কেজি রেশন দেওয়া হবে। এতদিন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে গ্রাহকদের এই সাধারণ বরাদ্দের ক্ষেত্রে তিন টাকা কেজি দরে চাল এবং দু’টাকা কেজি করে গম কিনতে হতো। সেই টাকা আর দিতে হবে না।

এতদিন পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ভর্তুকি দেওয়ায় বাংলায় জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকরা বিনা পয়সায় চাল, গম পেতেন। এই সুবিধা এখন সব রাজ্যে মিলবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আপাতত এই খাতে ভর্তুকি বাবদ নবান্নের আর কোনও খরচ হবে না। কেন্দ্রীয় রেশন প্রকল্পের গ্ৰাহক সংখ্যা বাংলায় ৬ কোটি ২ লক্ষ। এবং গোটা দেশে প্রায় ৮১ কোটি ৩৩ লক্ষ। এদিকে, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পে গ্রাহকদের পুরোপুরি ভর্তুকিতে খাদ্য সরবরাহ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেটা যথারীতি চলবে। এমন গ্ৰাহকের সংখ্যা এখন প্রায় ২ কোটি ৯০ লক্ষ।