বহরমপুরের ভরতপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে অস্বস্তি। ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন সদস্য। শনিবার, ভরতপুর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের (Malihati Gram Panchayat) প্রধান সৈয়দ নাসিরুদ্দিন, উপপ্রধান মানিকা দাস-সহ ওই পঞ্চায়েতের মোট ১৭ জন সদস্য কান্দি মহকুমার সালার বিডিও অফিসের ইস্তফাপত্র জমা দিলেন।

মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ নাসির উদ্দিন এদিন BDO অফিসের সামনে বলেন, সমীক্ষায় অনেকের নাম বাদ যাওয়ায় মনোমালিন্য হচ্ছে। স্থানীয় অনেকেই পঞ্চায়েতে গিয়ে কান্নাকাটি করছেন। ফলে বিড়ম্বনা এড়াতে পঞ্চায়েতের পদে থাকতে চাইছেন না তাঁরা। তবে নিজেদের দল TMC-র বিরুদ্ধে নন তাঁরা। তৃণমূলের সঙ্গেই আছেন। ন্যায্য প্রাপকরা আবাস যোজনায় যাতে টাকা পান সেটাই চান পদত্যাগীরা।
আরও পড়ুন- যমজ সন্তান নিয়ে দেশে ফিরলেন আম্বানি কন্যা ইশা !







































































































































