গরিবের জন্য কেন্দ্রীয় সরকারের(Central Govt) ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে গোটা দেশজুড়ে। তবে বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলিতে তা সর্বাধিক। কেন্দ্রের মোদি সরকারের তরফে সম্প্রতি যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তা চমকে দেওয়ার মতো। রিপোর্টে দেখা যাচ্ছে, গোটা দেশের মধ্যে জব কার্ড(Job Card) দুর্নীতিতে শীর্ষে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। দেখা যাচ্ছে চলতি অর্থবর্ষে বাতিল হওয়া কার্ডের নিরিখে বর্তমানে শীর্ষে এই রাজ্য। অথচ ১০০ দিনের কাজে তাদের প্রাপ্য এক টাকাও আটকে রাখা হয়নি। ভুগতে হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে। জব কার্ডে আধার সংযুক্তিকরণ না হওয়ার ক্ষেত্রেও উত্তরপ্রদেশ দ্বিতীয়। অথচ তা নিয়ে মুখে কুলুপ বিজেপির। এই ইস্যুতে বৃহস্পতিবার সংসদেও সরব হয়েছে তৃণমূল।

মোদির সাধের ডবল ইঞ্জিনের রাজ্যের দুর্নীতির যে নমুনা কেন্দ্রের তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ৭ লক্ষ ৫১ হাজার ২৭৯টি পরিবারের জব কার্ড বাতিল হয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক। তালিকায় ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশের পরে নাম রয়েছে পশ্চিমবঙ্গের। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ১ লক্ষ ৫৯ হাজার ৭১টি পরিবারের জব কার্ড বাতিল হয়েছে। বাংলায় সংখ্যাটা ১ লক্ষ ৪২ হাজার ১৭৭। বিজেপি শাসিত অসম, গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্রও তালিকার উপরের দিকেই রয়েছে। আবার উত্তরপ্রদেশে ৮০ লক্ষের বেশি জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা যায়নি। এক্ষেত্রে মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাতও রয়েছে পশ্চিমবঙ্গের আগে। পরিসংখ্যান এমন থাকলেও মজার বিষয় হল বিপুল সংখ্যক জব কার্ড বাতিল, আধার সংযুক্তি ব্যর্থ হলেও ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলির বরাদ্দ বন্ধ করা হয়নি।
শুধু তাই নয়, বিজেপি শাসিত এই সব রাজ্যে অত্যন্ত দুর্বলভাবে হয়েছে সোশ্যাল অডিট। সম্প্রতি ১০০ দিনের কাজে বাংলার সহ দেশের অন্যান্য রাজ্যগুলির বকেয়া নিয়ে সংসদে প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে কেন্দ্র জানায় ১৪ ডিসেম্বর পর্যন্ত গোটা দেশে এই প্রকল্পে বকেয়া ১০ হাজার ১৬২ কোটি টাকা। তার মধ্যে বাংলার বকেয়া ৫০ শতাংশ। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বকেয়া প্রায় নেই বললেই চলে।












































































































































