চিনে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী একটি সংস্থা। চিনের এই উদ্বেগজনক পরিস্থিতির আঁচ যাতে কোনওভাবে ভারতে না পড়ে তাই আগেভাগে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুক্রবার দুপুর তিনটে থেকে শুরু হবে বৈঠক।

আরও পড়ুন:চিন জুড়ে করোনা ভাইরাসের নতুন উপরূপের সংক্রমণ, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জানা গিয়েছে, করোনা পরিস্থিতি নিয়েই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রকের এই বৈঠকে সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর তিনটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই এই বৈঠক হবে। পশ্চিমবঙ্গের তরফে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

চিন, জাপান, আমেরিকা সহ একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তেই বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বুধবার তিনি স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা বিধিনিষেধ জোরদার করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। আজ ফের বৈঠক স্বাস্থ্য মন্ত্রকের। আজ সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।






































































































































