প্রতিদিনের মতোই অ্যাপ বাইকে চেপে অফিসে যাচ্ছিলেন তরুণী। আচমকাই বাইকটিতে ধাক্কা মারে একট ডাম্পার। তার জেরেই বাইক থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়েন আরোহী তরুণী। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:সাতসকালে দুর্ঘটনা! নিউটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ির ধাক্কা

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বেহালার এসএন রায় রোডে। জানা গেছে, মৃত তরুণী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম মৌলি অধিকারী। কর্মসূত্রে কলকাতায় থাকতেন তিনি। মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইকটিকে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালকও। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।






































































































































