ফের দাপাদাপি করছে করোনা। চিন, জাপান, ব্রাজিলে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। তাই দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবারই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুপুর ৩টেয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:চিনে বাড়ছে কোভিডের দাপট, সতর্কতায় রাজ্যে মনিটরিং টিম গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চিনে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-র কারণেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। শ্মশানেও নেমেছে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে ভারতেও মিলেছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ এর উপরূপের হদিশ। এই নিয়ে বুধবারই একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভি কে পল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের চেয়ারম্যান ডা. এনকে অরোরা, ডা. আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল, বায়োটেকনোলজি দফতরের সচিব ডা. রাজেশ গোখলে এবং স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল ডা. অতুল গোয়েল এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে টিকাকরণ ও ফের করোনার সতর্কতা নিয়ে আলোচনা করা হয়।

এই পরিস্থিতিতেই এবার আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি বৈঠকে বসবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।






































































































































