শারীরিক অবস্থার অবনতি হল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের। এমনটাই খবর সাও পাওলোর হাসপাতালের তরফ থেকে। এক বিবৃতিতে হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, ক্যানসারের পাশাপাশি হৃদযন্ত্র এবং মূত্রনালির সংক্রমণের চিকিৎসাও হচ্ছে পেলের। শ্বাসপ্রশ্বাসেও সমস্যা রয়েছে ওনার।

বুধবার হাসপাতালের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, কোলন টিউমারের কেমোথেরাপি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত চিকিৎসার পর্যালোচনার জন্য ২৯ নভেম্বর থেকে ভর্তি রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। এই মুহূর্তে তাঁর আরও বেশি যত্নের প্রয়োজন। তাঁকে কমনরুমে ভর্তি রাখা হয়েছে এবং চিকিৎসকরা আরও বেশি করে তাঁর দিকে নজর রাখছেন।”
এদিকে পেলে কন্যা কেলি নাসিমেন্তোও বাবার শারীরিক অবস্থা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন,” ডাক্তারদের সঙ্গে কথা বলে বিভিন্ন কারণকে মাথায় রেখে ঠিক করেছি, বাবাকে হাসপাতালে ভর্তি রাখাই সঠিক সিদ্ধান্ত হবে। তাই বড়দিন ঘরে কাটাতে পারব না। বাবার জন্যে কাইপিরিনহাও ব্রাজিলের এক বিশেষ ধরনের পানীয় তৈরি করব। মজা করছি। বাবাকে খুব ভালবাসি। পরের সপ্তাহে আবার নতুন খবর জানাব। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের এরকম ভালোবাসার জন্য।”












































































































































