বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করতে বুয়েনস আইরেসের রাস্তায় ৫০ লক্ষ মানুষ, হেলিকপ্টারে মেসিরা

0
1

৩৬ বছরের অপেক্ষার অবসান। ১৯৮৬ সালে মেক্সিকোর পর পর ২০২২ কাতার, মারাদোনার পর মেসি, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বপ্নের ট্রফি নিয়ে দোহা থেকে দেশে ফিরেছেন মেসি-ডি’মারিয়া, মার্টিনেজ-আলভারেজরা। তাঁদের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠতে চেয়েছিলেন দেশবাসীরা।

রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় একটি বিজয় উৎসবের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে বিশ্ব চ্যাম্পিয়নরা একটি হুড খোলা বাসে বসে ছিল। জানা গিয়েছে যে প্রায় পাঁচ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে। অত্যধিক ভিড়ের মধ্যে দিয়ে বাসটির এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। অবশেষে খেলোয়াড়দেরকে ভিড়ের মধ্যে থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার ডাকতে হয়।

হেলিকপ্টারে বসেই গোটা দল ভক্তদের ধন্যবাদ জানায় এবং ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চিকি তাপিয়া। ভিড় দেখে হেলিকপ্টারে প্যারেড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভক্তদের মধ্যে কেউ কেউ সেতু থেকে বাসে ঝাঁপ দেওয়ারও চেষ্টাও করে। সেই জন্য শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে হয়।