কাজ দেওয়ার নাম করে মহিলাকে মদ্যপান করিয়ে গণধর্ষ*ণ! গ্রেফতার ৪

0
1

৩৫ বছরের এক মহিলাকে কাজ দেওয়ার নাম করে ডেকেছিলেন ৪ যুবক। সেইমতো একটি বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তারপরই তাঁকে জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ৪ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পেনামালুরু এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:তিন বছরেও স্বামীর খোঁজ মেলেনি! লাগাতার গণধর্ষ*ণের শিকার গৃহবধূ

পুলিশ সূত্রের খবর, দিনমজুরের কাজ করেন ওই নির্যাতিতা। তাঁকে কাজ দেওয়ার নাম করে বিজয়ওয়াড়া এলাকার সন নগর এলাকায় একটি বাড়িতে নিয়ে যান ৪ যুবক। এর পরই ঘর বন্ধ করে জোর করে মদ্যপান করানো হয়। মদ্যপানের জেরে কার্যত বেহুঁশ হয়ে পড়েছিলেন ওই মহিলা। সেই সুযোগেই ৪ যুবক তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

 

গত শুক্রবার পর্যন্ত ওই মহিলাকে ঘরবন্দি করে রাখা হয়। সেখানে তাঁকে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে যান ওই মহিলা। তারপরই সোজা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে বিজয়য়াড়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে। মহিলার আঘাত গুয়রুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা ।