কর বাকি কোটি টাকা! তাজমহল বাজেয়াপ্ত করার ‘হঁশিয়ারি’ আগ্রা পুরনিগমের

0
1

কর বাকি শাহজাহানের স্বপ্নের সৌধের! তাজমহলের সৌন্দর্য্য যতই কাব্যিক হোক না কেন, বিষয়টি মোটেই সুখকর নয়। সম্পত্তি এবং জলকর বাবদ বাকি এক কোটি টাকা। তাজমহল (Tajmahal) কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল আগ্রা (Agra) পুরনিগম। বকেয়া বিল ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের। ১৫ দিনের মধ্যে এই বকেয়া না মেটালে সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুরনিগম।

এই নোটিশ পেয়ে তাজ্জব তাজমহলের দায়িত্বে থাকা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ (ASI)। তাদের দাবি, ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথম কর দেওয়ার জন্য নোটিশ পেল তাজমহল। তবে এটা ভুলবশত পাঠানো হয়েছে বলেই মনে করছে এএসআই। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের এক শীর্ষ আধিকারিক রাজকুমার প্যাটেল জানান, তাজমহল এবং আগ্রা ফোর্টকে বকেয়া মেটানোর জন্য ৩টি নোটিশ পাঠানো হয়েছে। যার পরিমাণ ১ কোটি টাকার বেশি। বলেন, “মনে হয়, ভুল করে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে। কোনও সৌধের ক্ষেত্রে সম্পত্তি কর প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশ-সহ দেশের অন্যান্য রাজ্যের আইনে এ বিষয়ে উল্লিখিত আছে।”

তাহলে কেন জলকর চাওয়া হল? তা নিয়ে ধন্ধে ASI। কারণ বাণিজ্যিক ক্ষেত্রে তারা জল ব্যবহার করে না। সুতরাং তার পরেও এ ধরনের নোটিশ কেন পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্যাটেল।