G-20-র আয়োজনে সাহায্য, দেশবাসীর জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা: প্রধানমন্ত্রীকে আশ্বাস সুন্দর পিচাইয়ের

0
2

G-20-র আয়োজন করতে ভারতকে সমস্ত রকম সাহায্য করবে গুগল (Google)। দেশবাসীর ব্যবস্থা করবেন মুক্ত ইন্টারনেটের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। সাক্ষাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দুপক্ষই।

পদ্মভূষণ পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে এসেছেন সুন্দর পিচাই। নরেন্দ্র মোদি নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানান, সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করে তাঁর খুব ভাল লেগেছে। প্রযুক্তিকে মানুষের উন্নতির জন্য যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়-সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। বিশ্বের সকল দেশ যেন সেই কাজে একসঙ্গে কাজ করেন- মন্তব্য প্রধানমন্ত্রীর।

সাক্ষাতের ছবি টুইট করে সুন্দর পিচাই লেখেন, সুন্দর সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসংখ্য ধন্যবাদ। তাঁর নেতৃত্বে ভারত প্রযুক্তিগত দিকে অনেক উন্নতি করেছে। ভারতের সঙ্গে তাঁদের সংস্থার সম্পর্ক আরও দৃঢ হবে বলে আশা প্রকাশ করেছেন গুগলের সিইও। ”জি-২০ সম্মেলন আয়োজনে ভারতকে সমর্থন জানাব। আগামী দিনে সকলের জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা করার পথেও এগোচ্ছি আমরা।”