বিশ্বকাপ নিয়ে শান্তির ঘুম, ছবি পোস্ট মেসির

0
4

রবিবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। এই জয়ের ফলে ৩৬ বছর পর সোনার ট্রফি পেল লিওনেল মেসিরা। এরপরই উচ্ছাসে মাতে গোটা আর্জেন্তাইনরা। ট্রফি নিয়ে মঙ্গলবারই আর্জেন্তিনা পৌঁছে উৎসবে মাতেন মেসি-মার্টিনেজ-ডি মারিয়ারা। এখনও সেই মুহূর্ত কাটেনি গোটা নীল-সাদা দলের। দীর্ঘদিনের স্বপ্নপূরণ। তাইতো ট্রফি হাতছাড়া করছেন না লিও। ট্রফি নিয়ে ঘুমোলেন লিও। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দেন মেসি।

এদিন বিকেলে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি দেন মেসি। সেখানে ক‍্যাপশনে লিও লেখেন,” শুভ সকাল।” সেই তিনটি ছবির একটিতে দেখা যাচ্ছে ট্রফি জড়িয়ে ঘুমাচ্ছেন মেসি। গায়ে নীল-সাদা জার্সি। অন্য একটি ছবিতে সবে ঘুম থেকে উঠে হাসছেন। পাশে বিশ্বকাপ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বিশ্বকাপ জড়িয়ে ধরে কিছু একটা পান করছেন মেসি।

মঙ্গলবারই দেশে ফিরেছেন মেসিরা। আর্জেন্তিনার সময় অনুযায়ী ভোরবেলা বুয়েনস আইরিসে পৌঁছন তাঁরা। দেশে ফিরে সমর্থকদের সঙ্গে ট্রফি নিয়ে উৎসবে মাতেন লিওরা। তারপরই মেসিরা হয়তো ঘুমিয়ে পড়েন। আর তারপরই ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল বিশ্বকাপ নিয়ে ঘুম থেকে ওঠার ছবি পোস্ট করেন লিও।