তিন বছর হতে চললো স্বামীর কোনও খোঁজ নেই । নানা জায়গায় সন্ধান করেও খোঁজ পাননি স্ত্রী। শেষ ভরসায় আশায় বুক বেঁধে এলাকার এক সাধুর কাছে যান মহিলা। আর সেটাই কাল হলো। বুঝতেই পারেননি কোথায় যাচ্ছেন তিনি। মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে সাগরেদদের দিয়ে গৃহবধূকে লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠেছে ওই ভণ্ড সাধুর বিরুদ্ধে।
শেষ পর্যন্ত অপমানে আত্মঘাতী হলেন বনগাঁর গৃহবধূ। তিনি যে সুইসাইড নোট রেখে গিয়েছেন তার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
জানা গিয়েছে, বনগাঁ থানার কালুপুর এলাকার বাসিন্দা ইন্দ্রা সরকার৷ তিন বছর আগে তাঁর স্বামী ছোট সন্তান ও তাঁকে ফেলে আন্দামানে চলে যান। তারপর আর ফেরেননি। তাঁর খোঁজ পেতে প্রতিবেশী কয়েকজনের পরামর্শে সুকুমার দাস নামে এক সাধুর কাছে গিয়েছিলেন ইন্দ্রাদেবী। অভিযোগ, সুকুমার ইন্দ্রার স্বামীকে ফিরিয়ে আনবে বলে আশ্বাস দেয়। গৃহবধূকে এরপর সে বাড়িতে ডেকে নিয়ে যায়।