পরপর ট্রফি জয় হল না, ঝুলিতে এল গোল্ডেন বুট, হারের পর অবশেষে মুখ খুললেন এমবাপে

0
3

হল না। ২০১৮ পর ২০২২ এ বিশ্বকাপ জয় হল না। ফাইনালে আর্জেন্তিনার কাছে টাইব্রেকারে হারে ফ্রান্স। তবে ফ্রান্সকে চ‍্যাম্পিয়ন করতে শেষ পযর্ন্ত লড়েন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করেও দলের হার রুখতে পারেননি ২৩ বছর বয়সী ফরাসি এই তারকা। রবিবারের ম্যাচে জিততে পারলেই পরপর দুইবার বিশ্বকাপ জেতা হয়ে যেত তাঁর। তবে তা হল না। তবে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতেন এমব‍াপে। ম‍্যাচ হারার পর হতাশ এমবাপে অবশেষে মুখ খুললেন। খরচা করলেন মাত্র কয়েকটি শব্দ।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ফরাসি ভাষায় ক্যাপশনে এমবাপে লেখেন, “আমরা আবার ফিরে আসব।”

এদিকে ম্যাচের পর এমবাপেকে নিয়ে মজা করতে দেখা যায় মেসিদের। সেই সময়ের ভিডিও এখন ইতিমধ্যে ভাইরাল। ম‍্যাচ শেষে নাচের সময় খেলোয়াড়রা ড্রেসিংরুমে এক মিনিট নীরবতা পালন করেন এবং বলেন যে নীরবতা এমবাপের জন্য ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এমিলিয়ানো মার্টিনেজকে পুরো দলের সঙ্গে গান গাইতে এবং নাচতে। এমিলিয়ানো মার্টিনেজকে ভিডিওতে চিৎকার করে বলতে শোনা যায়, ‘এক মিনিটের নীরবতা এমবাপের জন‍্য। সেই ভিডিওতে আর্জেন্তিনার খেলোয়াড়দের হাসতেও দেখা যায়।