বিশ্বকাপের ফাইনালের উন্মাদনা, শ্রীরামপুরে মেসির নামে যজ্ঞ

0
1

কাতার বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে সারা বিশ্ব। গ্রাম থেকে শহর, জেলা থেকে শহরতলি- বাংলা তথা ভারতের অলিগলি কাবু বিশ্বকাপ ফাইনাল জ্বরে। বাদ পড়েনি হুগলিও (Hoogli)। এক সময় ফরাসি উপনিবেশের চন্দননগর (Chandannagar) প্রবল ফ্রান্স সমর্থক। শ্রীরামপুর আবার ভুগছে মেসি (Leonel Messi) ম্যানিয়ায়।

শ্রীরামপুরে (Shrirampur) আর্জেন্টিনার (Argentina) ভক্তরা সাজিয়ে তুলেছেন তাঁদের পাড়া। খেলার জন্য গলির নাম বড়বাগান লেন পাল্টে আর্জেন্টিনা গলি নাম রাখা হয়েছে। গলির প্রতিটি লাইটপোস্ট থেকে দেওয়াল সব নীল-সাদা রাঙিয়েছেন আট থেকে আশি মেসির ভক্তরা।

রবিবার সকাল থেকে পাড়ার পুজোর বেদিতে মেসি-সহ আর্জেন্টিনা দলের নামে চলছে পুজো, হোম-যজ্ঞ। পাড়ার সকলে মিলে জয়েন্ট স্কিনে দেখা হবে ফাইনাল খেলা। আর্জেন্টিনা দল জেতার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত শ্রীরামপুর।