চাকরির দাবিতে কাল রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীদের ‘মহাজোট’।সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকার প্রথম থেকেই জট কাটিয়ে চাকরি দেওয়ার জন্য সচেষ্ট। কিন্তু সরকারের সদিচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে একের পর এক মামলা। যার জেরে কিছুতেই সমস্যা মেটানো সম্ভব হচ্ছে না।এই পরিস্থিতিতে আমরণ অনশনের কথা ঘোষণা করেছেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা। বালিগঞ্জের প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে শুরু হয়েছে তাদের অনশন। আদালতের নির্দেশে প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ার অভিযোগ ।
বিগত ১৭ দিনের অবস্থানের পর বালিগঞ্জে অনশন শুরু ২০০৯-এর চাকরিপ্রার্থীদের।অবিলম্বে নিয়োগের দাবিতে অনশনে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা।