১) আজ বিশ্বকাপের মহারণ। আজ কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স।
২) ফ্রান্সের জন্য পরিকল্পনা তৈরি স্কালোনির। ফরাশি দলে কোন ব্যক্তি বিশেষ নয়, বরং গোটা দল নিয়ে পরিকল্পনা স্কালোনির। তিনি বলেন,” ব্যক্তির তুলনায় এটি একটি দলগত কাজ।
৩) আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে দিদিয়ের দেশঁ বলেন,”আমি এখনও কোনও চাপে নেই। বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছি। আর্জেন্তিনীয়রা বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। আমরাও তৈরি।
৪) কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। শনিবার তৃতীয় স্থানের লড়াইয়ে মরক্কোকে ২-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। এই জয়ের ফলে কেরিয়ারের শেষ বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করলেন লুকা মদ্রিচ।
৫) রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। মেসি-এমবাপেদের ম্যাচের দায়িত্ব পেলেন পোলিশ রেফারি জিমোন মারচিনিয়াক।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ