আগামিকাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স। চলতি বিশ্বকাপে কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলতে নামছে লিওনেল মেসি। তাই বিশ্বকাপ ট্রফি জিততে মরিয়া নীল-সাদা ব্রিগেড। তবে ফাইনালে ফ্রান্স। দলে রয়েছেন কিলিয়ান এমবাপে, জিরুর মতন ফুটবলার। তাই এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই বাহুল্য। তাই তো ম্যাচের আগের দিন ফ্রান্স ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা কথা শোনালেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি।
সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন,” আমরা আর ওরা কিভাবে খেলব, সে নিয়ে আমরা আমাদের পরিকল্পনা তৈরি রাখব। আর মেসি? আশা করি, যদি এটি মেসির শেষ ম্যাচ হয়, তাহলে আমাদের কাপ জিততে হবে। এটি দারুণ হবে এবং গুরুত্বপূর্ণ হল আমাদের উপভোগ করতে হবে।
ফরাশি দলে কোন ব্যক্তি বিশেষ নয়, বরং গোটা দল নিয়ে পরিকল্পনা স্কালোনির। তিনি বলেন,” ব্যক্তির তুলনায় এটি একটি দলগত কাজ। আর শুধু এমবাপে একা নয়, যদিও তিনি একজন ভালো ফুটবলার, ফ্রান্সের আরও অনেক ফুটবলার রয়েছে যারা তাকে সাহায্য করতে পারে। এমনকি আরও ভালো খেলতে পারেন। উনি অনেক তরুণ এবং আরও উন্নতি করবেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই।”
ফাইনালে ম্যাচে রেফারির দায়িত্বে রয়েছেন জিমোন মারচিনিয়াককে। সেই নিয়ে স্কালোনি বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উনি ভালো পরিচালনা করেছেন। এবার ভিএআর নিয়ে বললে, অনেক ক্যামেরা রয়েছে। আমার মনে হয় না রেফারি কোনও প্রভাব ফেলবে এবং ওনাকে তার কাজ করতে দেওয়া উচিত।”
আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ৪ উইকেট