Haridevpur: কিশোরীকে মাদক খাইয়ে যৌ*ন নির্যাতন! ধৃত মা-ছেলে

0
1

কিশোরীকে মাদক মেশানো খাবার খাইয়ে যৌ*ন নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত যুবক ও তাঁর মাকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। জানা গিয়েছে, ধৃত তরুণ এমবিএ (MBA) পড়ুয়া। বাড়িতে কালীপুজো (Kali Puja) উপলক্ষে নাবালিকাকে বাড়িতে ডেকে পাঠান ধৃত যুবকের মা। এরপর মাদক মেশানো খাবার খাইয়ে ৩ দিন বাড়িতে আচ্ছন্ন করে রাখা হয় নাবালিকাকে। আর সেই সুযোগ কাজই লাগিয়ে দক্ষিণ কলকাতার হরিদেবপুরের (Haridevpur) বাসিন্দা অভিযুক্ত মহিলার ছেলে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও পরে জ্ঞান ফিরতেই হরিদেবপুরের ওই বাড়ি থেকে সবার চোখ এড়িয়ে পালায় কিশোরী। শুক্রবার নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পকসো আইনে (POCSO) মামলা দায়ের করেছে হরিদেবপুর থানার পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

এদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই নাবালিকার সঙ্গে একটি প্রতিষ্ঠানে বিউটিশিয়ান কোর্স (Beautician Course) করতেন অভিযুক্তের মা। হরিদেবপুরের বাড়িতে তাঁর একটি পার্লারও (Beauty Parlour) রয়েছে। গত অক্টোবর মাসে কালীপুজো উপলক্ষে ওই নাবালিকাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত মহিলা। এরপরেই খাবারে মাদক মিশিয়ে দেয় যুবকের মা। খাবার খেয়ে নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে তাকে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রের খবর, তিন দিন ধরে লাগাতার নির্যাতন চলে। তিন দিন পর সকলের চোখ এড়িয়ে হরিদেবপুরের ওই বাড়ি থেকে কোনওমতে পালিয়ে যায় সে। বাড়ি ফিরে এক আত্মীয়কে সব কথা জানায়। এরপর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় নাবালিকার। প্রথমে লজ্জার কারণে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ পরিবার করতে না চাইলেও শুক্রবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্তে নেমে অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ।