কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের (KIFF) মাঝেই দুঃসংবাদ বয়ে আনলো, খুব কাছের মানুষকে হারালেন সাংসদ-অভিনেতা দেব (Dev)। প্রিয়জনকে হারিয়ে তাঁর পরিবারে শোকের ছায়া। গতকাল, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তারাপদ অধিকারী (Tarapada Adhikari)। সম্পর্কে তিনি অভিনেতা দেবের নিজের জেঠু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। নিজের গ্রামের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারাপদবাবু।
ছোট থেকেই জেঠুর খুব আদরের ছিলেন দেব। বহুবার দেশের বাড়িতে গিয়ে জেঠুর সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে তাঁকে। ভোটের সময়ও নিজের দেশের বাড়ি গিয়েছেন একাধিকবার। সূত্রের খবর, এদিনই নিজের দেশের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন দেব। শোকের সময় পরিবারের পাশে থাকতে চান দেব।
সম্প্রতি, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একঝাঁক তারকার মাঝে দেখা গিয়েছিল বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেতা দেবকে। কিছুদিনের মধ্যেই দেব ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakravorty) অভিনীত বহু আলোচিত সিনেমা প্রজাপতি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তার মধ্যেই দেবের জন্য দুঃসংবাদ। নিজের খুব কাছের মানুষকে হারালেন সাংসদ-অভিনেতা।