কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। শনিবার তৃতীয় স্থানের লড়াইয়ে মরক্কোকে ২-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। এই জয়ের ফলে কেরিয়ারের শেষ বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করলেন লুকা মদ্রিচ।
ম্যাচে এদিন প্রথম থেকেই দুই দল আক্রমণের রাস্তা বেছে নেয়। চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে মরক্কোর উপর বেশি চাপ রাখার চেষ্টা করে ক্রোটরা। যার ফলে ম্যাচের ৭ মিনিটে এগিয়ে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেন ভার্দিয়াল। বক্সের বাইরে থেকে নেওয়া লুকা মদ্রিচের ফ্রিকিক হেডে গোলমুখে ক্রস করেন ইভান পেরিসিচ। চলতি বলে হেড করে গোল করলেন ভার্দিয়াল। তবে এক মিনিট পরেই গোল শোধ করে মরক্কো। মরক্কোর হয়ে সমতা ফেরান আশরফ দারি। এরপর পাল্টা আক্রমণে যায় ক্রোয়েশিয়া। যার ফলে ম্যাচের ৪২ মিনিটে ২-১ এগিয়ে যায় ক্রোটরা। ক্রোয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন মিসলাভ ওরসিচ। বক্সের কোনাকুনি জায়গা থেকে দারুণ শটে গোল করলেন ওরসিচ। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ২-১।
দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার ফলে চতুর্থ স্থানে শেষ করল মরক্কো।
আরও পড়ুন:আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে কী বললেন দেশঁ?