আগামিকালই শেষ হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল (World Cup Final)। ফাইনালে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France) এবং আর্জেন্টিনা (Argentina)। কাতারের সঙ্গে চন্দননগরের (Chandannagar) ভৌগলিক দূরত্ব যাই হোক, ফ্রান্সের জয়ের জন্য প্রার্থনা একসময়ের ফরাসী উপনিবেশের।

ফ্রান্স ফাইনালে ওঠার পর থেকে চন্দননগরের অলিগলি সেজে উঠেছে ফ্রান্সের পতাকায়। ফাইনালে দিন কীভাবে তারা এই ম্যাচটা সেলিব্রেট করবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নানা জায়গায় তৈরি হচ্ছে পতাকা। মিষ্টির দোকানে তৈরি হচ্ছে ফ্রান্সের তারকাদের আদলে তৈরি মিষ্টি। এছাড়াও প্রতিটি অলিগলিতে সাজানো হচ্ছে লাল-নীল-সাদা রঙের আলোতে। চন্দননগরবাসীর আশা, গত বছরও যেমন ফাইনালে তাঁরা ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবারও আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের আঙ্গিনায় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে ফ্রান্স। সব মিলিয়ে অধীর অপেক্ষায় চন্দননগর।
আরও পড়ুন- নবান্ন বৈঠক: জল বণ্টন সমস্যার সমাধানে আন্তঃরাজ্য কমিটি গঠনের প্রস্তাব শাহের







































































































































