পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে যেসব জায়গায় বিজেপির একটি প্রভাব আছে, সেই জায়গাগুলি থেকেই গণ্ডগোলের খবর আসছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনেই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
শুভেন্দুর নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে ফের রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ। বোমাবাজি করা হয় তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে। গোকুলনগরে তৃণমূল বুথ সভাপতি স্বপন করের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ। একের পর এক বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। সকাল হতেই এলাকার বিজেপি নেতাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন স্বপনবাবু। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও অধরা দুষ্কৃতীরা।
এই ঘটনায় সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তুলল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতির অভিযোগ, গোটা ঘটনা শুভেন্দুর নেতৃত্বে ঘটেছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রতিশোধ নিতেই বুথ সভাপতির বাড়িতে হামলা চলে।