শহরে ফের তৈরি হতে চলেছে নতুন ফায়ার স্টেশন

0
1

রাজ্যের নানা প্রান্তে অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে আরও মজবুত ও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।যার ফলে জেলায় জেলায় আরও দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে।সরকারের এই সদিচ্ছাকে বাস্তবায়িত করতে শহরে ফের তৈরি হতে চলেছে নতুন ফায়ার স্টেশন। শুক্রবার   লেকটাউনের ৩০ নম্বর ওয়ার্ডে এমনই একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। দমকল মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার সরোজ বাগ।তিনি জানান, এই ফায়ার স্টেশন নির্মাণ করতে ৯ মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্য সরকারের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট এমন আরও মোট ১০টি দমকল কেন্দ্র তৈরি করতে চলেছে।শহর কলকতার পাশাপাশি, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, কাকদ্বীপ, কাঁথি, ডানকুনির মতো জনবহুল এলাকায় দমকলের পরিষেবাকে উন্নত করা হবে।

দমকল মন্ত্রী সুজিত বসু জানান, এই প্রকল্পে ৪ কোটি ২৬ লক্ষ টাকা খরচ হবে।এই ফায়ার স্টেশন তৈরি হয়ে গেলে এয়ারপোর্ট সংলগ্ন বিরাট এলাকার মানুষ উপকৃত হবে।