কলকাতায় বিজয় দিবস উদযাপনে নজর কাড়ল সেনাবাহিনীর নানান কলা কৌশল

0
2

কলকাতার রেস কোর্সে যথোচিত মর্যাদায় পালিত হল বিজয় দিবস।কলকাতায় সেনাবাহিনীর তিনবিভাগ ও মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরা ফোর্ট উইলিয়ামের  শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন। কলকাতায় বৃহস্পতিবার বিজয় দিবস উদযাপনে ছিলেন প্রায় ৩০ জন সস্ত্রীক মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিক এবং তাদের স্ত্রীরা। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর অভ্যর্থনায় তাঁরা উপভোগ করলেন সেনাবাহিনীর কলা কৌশল। ১৪ ডিসেম্বর থেকে বিজয় দিবস পালন শুরু হয়েছে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

ভারতীয় সেনাবাহিনীর পারাট্রুপারদের নানান কলাকৌশল সবাইকে মুগ্ধ করে। মহারাষ্ট্র, অসম, কেরালা প্রভৃতি বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এই উৎসবে তাঁদের কলাকৌশল প্রদর্শন করেন।সেনাবাহিনীর জওয়ানদের তালে তাল মিলিয়ে ঘোড়া, কুকুর বাহিনীও যে সমান তালে সহযোগিতা করে, এদিনের প্রদর্শনীতে সেটাও উপস্থাপন করা হয়। সব মিলিয়ে এদিনের বিজয় দিবস পালনের অনুষ্ঠান ছিল দেখার মতো।