অধরা বিশ্বকাপ ট্রফি জয়ই লক্ষ‍্য মেসির

0
1

১৮ ডিসেম্বর বিশ্বকাপের মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। দেশের জার্সিতে রবিবার শেষ ম‍্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। সেকথা সেমিফাইনাল জয়ের পরই ঘোষণা করেন লিও। কেরিয়ারে শেষ বিশ্বকাপ। তাই সোনায় মোড়া ট্রফি হাতে তুলতে মরিয়া তিনি।

মেসি বলেন,”মাথার মধ্যে অনেক কিছুই ঘুরছে। হার দিয়ে শুরু করলেও, নিজের এবং দলের উপর আস্থা হারাইনি। জানতাম এই দলটাই ঘুরে দাঁড়াবে। আর্জেন্তিনা বিশ্বকাপের ফাইনালে। রবিবার মাঠে নেমে আমরা সবাই নিজেদের সেরাটা উজাড় করে দেব। কাপ জেতার জন্য যা যা করার, সবই করব।”

ফাইনালে ওঠার পথটা যে মোটেই মসৃণ ছিল না, মনে করিয়ে দিয়ে মেসির বক্তব্য, ‘‘সৌদির কাছে হারের পর সব ম্যাচ আমাদের কাছে ফাইনাল ছিল। আমরা পাঁচটা ফাইনাল জিতেছি। আশা করি, রবিবারও জিতব।’’

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। ইতিমধ্যেই পাঁচটি গোল করে সোনার বুটের দৌড়ে প্রবল ভাবে রয়েছেন এলএম টেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (১০টি) টপকে আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি বিশ্বকাপ গোলের (১১টি) নতুন রেকর্ড গড়েছেন।

তবে ব্যক্তিগত রেকর্ডকে গুরুত্ব দিচ্ছেন না মেসি। বরং বলছেন, ‘‘ব্যক্তিগত রেকর্ড করলে ভাল লাগে। তবে আসল হল দলগত সাফল্য। আমরা সবাই মিলে একটা স্বপ্ন নিয়ে কাতারে এসেছি। সেটা পূরণ করার জন্য আরও একটা ম্যাচ বাকি। এই জায়গায় ওঠার জন্য আমাদের অনেক লড়াই করতে হয়েছে। ভাল ও খারাপ, দু’ধরনের সময়ের মুখোমুখি হয়েছি। সমর্থকদের বলব, আমাদের উপর আস্থা রাখুন।”

আরও পড়ুন:নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন, নতুন অধিনায়ক টিম সাউদি