ফের মর্মান্তিক দুর্ঘটনা শহরের উপকন্ঠে।বৃহস্পতিবার ভোররাতে বাগুইআটির অর্জুনপুর খালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি। বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসিন্দারা।
অর্জুনপুর খালের পার্শ্ববর্তী বাড়িগুলি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও বেশ কয়েক বছর আগে খালের পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। সেই সময় দক্ষিণ দমদম পুরসভা বেশ কিছু নির্দেশিকা জারি করেছিল।এরপরও বৃহস্পতিবার দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ পল্লি এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই খাল সংস্কারের কাজ চলছে। বুধবার রাত সাড়ে ৩টে নাগাদ আচমকাই ভেঙে পড়ে খালপাড়ের বাড়িটি। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।










































































































































