Kiff সাংস্কৃতিক আদান-প্রদানে বাংলাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে: টুইট মুখ্যমন্ত্রীর

0
2

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল থেকেই চাঁদের হাট বসেছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন, শাহরুখ খান, অরিজিৎ সিং, কুমার শানু, রানি মুখার্জি, শত্রুঘন সিনহা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব- কে ছিলেন না সেই মঞ্চে! বিশিষ্ট অতিথিরা মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন। প্রশংসা করেন রাজ্যপালও। অনুষ্ঠানের পরে সেখানকার ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। জানান, “Kiff-এর মঞ্চ সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে বাংলাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।”