ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। সৌজন্যে কুলদীপ যাদবে দুরন্ত বোলিং। চার উইকেট নেন তিনি। দিনের শেষে বাংলাদেশের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ১৩৩। ২৭১ রানে এগিয়ে ভারতীয় দল।

দ্বিতীয় দিনের শুরুতে ৮৬ রানে আউট হন শ্রেয়স আইয়র। শ্রেয়স আউট হলেও ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪০৪ রানে। অশ্বিন এবং কুলদীপ ৯২ রানের জুটি গড়েন। অশ্বিন করেন ৫৮ রান। কুলদীপ যাদব করেন ৪০ রান। তাঁদের ব্যাটে ভর করেই ৪০০ রানের গণ্ডি পার করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। শূন্য রানে আউট হন নজমুল হুসেন শান্তো। ২০ রানে আউট হন জাকির হাসান। শাকিব আল হাসান আউট হন তিন রানে। ভারতের হয়ে চারটি উইকেট নেন কুলদীপ যাদব। তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি উইকেট নেন উমেশ যাদব।












































































































































