মরক্কো ম‍্যাচ জিতে আর্জেন্তিনা ম‍্যাচের পরিকল্পনা শুরু ফ্রান্স কোচের

0
3

বুধবার রাতে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের রাস্তা পাঁকা করেছে গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের সামনে আর্জেন্তিনা। আর ম‍্যাচ জিতেই আর্জেন্তিনার ম‍্যাচের পরিকল্পনা শুরু করে দিলেন ফ্রান্সে কোচ দিদিয়ের দেশঁর।

ম‍্যাচ শেষে দেঁশ বলেন,” মেসি টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। মেসি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার। তিনি দারুণ ফর্মে রয়েছেন। আমরা চেষ্টা করবো তাঁর আক্রমণের প্রতিআক্রমণ করার। আমরা ওঁকে পাল্টা দেওয়ার চেষ্টা করবো। ঠিক একই ভাবে আর্জেন্তিনা দলও আমার কিছু খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করবে।”

চার বছর আগে বিশ্বকাপের রাউন্ড অফ-১৬য় আর্জেন্তিনাকে হারিয়েছিল ফ্রান্স। আবারও তারা একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই নিয়ে দিদিয়ের বলেন, “চার বছর আগে বিষয়টি অন্য ছিল। তখন মেসি একা ফরোয়ার্ডে খেলতেন। এখন তিনি দুই ফরোয়ার্ডে খেলছেন কিংবা স্ট্রাইকারের একটু পিছন থেকে খেলছেন।”

এই দিকে ফাইনালে উঠে উচ্ছসিত ফ্রান্স কোচ। তিনি বলেন,” আমি খুবই গর্বিত। বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করা অসাধারণ ব্যাপার, তবে এটি কোনো সহজ জয় ছিলনা।আমাদের প্রয়োজন ছিল দক্ষতা, অভিজ্ঞতা এবং টিম স্পিরিটের মিশ্রণ। আমি আমার খেলোয়াড়দের খেলায় স্বতঃস্ফূর্ত এবং গর্বিত।”

আরও পড়ুন:আগামিকাল ইস্টবেঙ্গলের সামনে শক্তিশালী মুম্বই