নবম – দশমের নিয়োগে দুর্নীতি! প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

0
2

শিক্ষাক্ষেত্রে ফের দুর্নীতির অভিযোগে সরগরম আদালত (Calcutta High Court)। শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে এর আগেই রাজ্য জুড়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে। এর আগে দুর্নীতির কথা শুনে নিয়োগের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবার সেই সুর ধরা পড়ল বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)কথায়।

নবম – দশমের শিক্ষক নিয়োগে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠল। ২০১৬-র এসএলএসটি- র (SLST)প্রেক্ষিতে নিয়োগের অভিযোগ উঠেছে এবার। মাধ্যমিক – উচ্চমাধ্যমিকের নম্বর বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ। এবার ২১ জনের তালিকা পেশ করা হল মামলাকারীর তরফে। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শুভময় ভুঁইয়া সহ ১৯৩ জন প্রার্থী। সেইমতো ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিত বসু । পাশাপাশি তিনি প্রয়োজনে পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারিও দেন। তিনি বলেছেন অনেক যোগ্য প্রার্থী থাকায় আপাতত তাই প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় নি। কিন্তু এই বিষয়ে সঠিক অনুসন্ধান করার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।