দিল্লির শ্রদ্ধা ওয়াকার বর্বরোচিত হত্যাকাণ্ডের স্মৃতি এখনও দেশবাসীর কাছে টাটকা। তত মাঝেই প্রকাশ্যে এল আরও একটি নৃশংস খুনের ঘটনা। এবার বাবাকে খুনের পর দেহ ৩২ টুকরো করে কুয়োর ফেলার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনা কর্ণাটকের বাগালকোটের। মৃতের নাম পরশুরাম।
আরও পড়ুন:শ্রদ্ধা কাণ্ডে ধৃত আফতাবের ওপর পুলিশ হেফাজতে তলোয়াল হাতে হামলা, আটক ২
তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত ভিঠালা কুলালিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত পরশুরামের ছোট ছেলে
ভিঠালা। বড় ছেলে ও স্ত্রী অন্যত্র থাকেন। অভিযোগ, পরশুরাম প্রায়ই মদ্যপ অবস্থায় ছেলেকে হেনস্তা করত। গত ৬ ডিসেম্বর এই নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা বাঁধে। তখনই রাগের বশে বাবাকে লোহার রড দিয়ে মারধর করে ভিঠালা। তার জেরেই মৃত্যু হয় পরশুরামের। এরপর পরশুরামের দেহ ৩২টি টুকরো করে মান্টুর বাইপাসের ধারে নিজেদের ফার্ম হাউসের কুয়োয় ফেলে দেয় ভিঠালা।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন পরশুরামকে দেখতে না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই মৃতের স্ত্রী ও বড় ছেলেকে খবর দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। আটক করা হয় বিঠালাকে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই হত্যার বিষয়টি সামনে আসে। মাটি কাটার মেশিন দিয়ে ওই কুয়ো থেকে পরশুরামের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। দেহ টুকরো করার কাজে ব্যবহৃত অস্ত্রটির খোঁজ করছেন তদন্তকারী। শুধু বচসা নাকি অন্য কারণে খুন, জানার চেষ্টা করছেন তাঁরা।