দিনে দিনে বাড়ছে চিনের(China) আগ্রাসন। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা আরও ব্যাপক হয়ে উঠেছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায়(LAC) ভারতের(India) সঙ্গে লালফৌজের সংঘর্ষের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানালো আমেরিকার(America) নিরাপত্তা সদর দফতর পেন্টাগন(Pentagan)। পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে নানা ধরনের নির্মাণকাজ চালাচ্ছে চিন। তবে এই পরিস্থিতির মাঝে ভারত যেভাবে শান্তিপূর্ণ উপায়ে এর মোকাবিলা করছে তার প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্র।
অরুনাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চিন সেনার সংঘর্ষের ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এইক ঘটনা প্রসঙ্গে পেন্টাগন প্রেস সেক্রেটারি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির প্রতি আগ্রাসী হয়ে উঠছে চিন (China)। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অতি-সক্রিয় হয়ে উঠছে বেজিং।” পাশাপাশি তিনি বলেন, “সংঘাতের পথে না হেঁটে ভারত যেভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে, সেই উদ্যোগে সম্পূর্ণ সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মিত্র দেশগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। সেই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LaC) চিনের গতিবিধির উপর নজর রাখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। ওই এলাকায় নানা ধরনের পরিকাঠামো তৈরি করছে চিন। সীমান্তে নিজেদের সেনার শক্তি বাড়াতেও বেশ সক্রিয় হয়ে উঠছে বেজিং প্রশাসন।”