বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে হেক্সা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। কোচের দায়িত্ব ছেড়েছেন তিতে। বিশ্বকাপ থেকে বিদায়ের ৭২ ঘণ্টা পর বিদায়ী কোচকে খোলা চিঠি লিখলেন ব্রাজিলর তারকা ফুটবলার নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। লিখলেন, ‘‘আমি জানতাম, আপনি একজন খুব ভাল কোচ। কিন্তু পরে দেখলাম, ব্যক্তি হিসেবে আপনি মহান।

ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘‘ব্যক্তিগতভাবে মিলিত হওয়ার আগে আমরা অনেকবার পরস্পরের বিরুদ্ধে খেলেছিলাম। তখন আমার মনে হয়েছিল, আপনি খুব বিরক্তিকর! কারণ, আমাকে মার্ক করার জন্য আপনি কার্যত একটা দল নামিয়েছিলেন। আমাকে হারানোর জন্য আপনি সব কিছু করেছিলেন।’’
এরপরই নেইমার তুলে ধরেন জাতীয় দলে তিতের সঙ্গে দুর্দান্ত রসায়নের ছবিটা। লেখেন, ‘‘আমি জানতাম, আপনি একজন খুব ভাল কোচ। কিন্তু পরে দেখলাম, ব্যক্তি হিসেবে আপনি মহান। আপনাকে আমি সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে চাই। অনেক শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, যা থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। আমার অন্যতম সেরা কোচ আপনি, সেরা হয়েই থাকবেন।’’












































































































































