সাতসকালেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল পর্যটক বোঝাই বাস।মৃত ১, জখম অন্তত ৩৫। আহতরা হরিপাল হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেতেই আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী বেচারাম মান্না।
আরও পড়ুন:এক সপ্তাহে ৩ বার, ফের চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭
বুধবার ভোড়ে ঘটনাটি ঘটেছে হরিপালের ইলাহিপুর এলাকায় ডানকুনি আরামবাগ রাজ্য সড়কে।পুলিশ সূত্রের খবর, গত সোমবার ৬৭ জনের একটি দল রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে রায়দিঘিতে ফেরত আসার পথে পর্যটক বোঝাই বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিপাল থানার পুলিশ। দুর্ঘটনায় গুরতর আহত হন প্রায় ৩৫ জন পর্যটক। তাঁদের প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহপতদের কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশ যাওয়ার আগেই অন্য একটি টুরিস্ট বাসের সহযোগিতায় উল্টে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করে।নয়ানজুলি থেকে ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কুয়াশার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়ানজুলিতে পড়েছে বলে মনে করছে পুলিশ।