জনপ্রিয় গোবিন্দভোগ চালে বাড়তি শুল্ক বসিয়েছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। অবিলম্বে এই শুল্ক প্রত্যাহারের দাবিতে লোকসভায়(Parliament) সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)। তাঁর দাবি, গোবিন্দভোগ চালের(Gobindobhov Rice) খ্যাতি রয়েছে দেশজুড়ে। বাসমতি চালকে ২০ শতাংশ আমদানি শুল্কের বাইরে রাখা হয়েছে। অথচ কেন গোবিন্দভোগ চালের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে না?
বুধবার সংসদে বাজেট অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, গোবিন্দভোগ চালের খ্যাতি রয়েছে দেশজুড়ে। গোবিন্দভোগ চাল বাসমতি চালের থেকে কোনও অংশে কম নয়। বাসমতি চালকে ২০ শতাংশ আমদানি শুল্কের বাইরে রাখা হয়েছে। তাহলে কেন গোবিন্দভোগ চালের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে না। অবিলম্বে গোবিন্দভোগ চালের ক্ষেত্রেই একই কর কাঠামো চালুর দাবি করেন তিনি।
একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে বলে লোকসভায় মন্তব্য করেন তিনি। তাঁর মতে, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বঞ্চিত পূর্বাঞ্চল। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বলে উল্লেখ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া দ্রুত মেটানোর দাবি তোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠিগুলো প্রমাণ হিসেবে দেখান তিনি। পাশাপাশি স্মরণ করিয়ে দেন, রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। তাঁদের আশ্বাস দেওয়ার পরেও টাকা মেটানো হয়নি।