বাংলাদেশের বিরুদ্ধে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলল ভারত, অর্ধশতরান পুজারা-শ্রেয়সের

0
1

আজ থেকে শুরু হল বাংলাদেশের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট সিরিজে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলল ভারতীয় দল। শুরুতে পর পর উইকেট হারালেও ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন শ্রেয়স আইয়ার চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থরা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। তবে প্রথমে ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শুরুতেই আউট হয়ে যান ভারতের তিন ব‍্যাটার। কে এল রাহুল, শুভমন গিল এবং বিরাট কোহলি। ২২ রানে আউট হন রাহুল। ২০ রানে আউট হন শুভমন গিল। ১ রানে আউট বিরাট কোহলি। তবে ভারতের রানের সংখ‍্যা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন চেতেশ্বর পুজারা এবং শ্রেয়স আইয়র। ৯০ রান করে আউট হন পুজারা। ৪৬ রান করে আউট হন পন্থ। ৮২ রানে অপরাজিত শ্রেয়স। পুজারা এবং শ্রেয়স মিলে ১৪৯ রানের জুটি গড়েন।অক্ষর প‍্যাটেল আউট হন ১৪ রানে। আর সেই সঙ্গে দিনের খেলাও শেষ হয়ে যায়।

বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন তাইজুল ইসলাম। দুই উইকেট নেন মেহদি হাসান মির্জা। এক উইকেট নেন খালেদ আহমেদ।