পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। গত সপ্তাহের পর ফের বাংলার সরকারের প্রশংসা শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে (Abhijit Ganguly) আর এবার শিক্ষা পর্ষদের কাজের প্রশংসা করলেন তিনি। যে বিচারপতি নিয়োগ দুর্নীতি নিয়ে এত সরব, যিনি প্রত্যেক মুহূর্তে রাজ্য সরকার, এসএসসি (SSC), প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Board of Primary Education) কথায় সমালোচনায় বিদ্ধ করেন তাঁর মুখে এমন কথা আশা করেন নি অনেকেই। কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে তিনি যা কিছু সঠিক তাকে সবার সামনে তুলে ধরে সত্যি স্বীকার করার পক্ষপাতি তিনি।
এর আগে একটি মামলার শুনানিতে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা শোনা গেছিল তাঁর গলায়। আর এবার ভরা এজলাসে তিনি বলেন, শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে তার প্রশংসা আমি করবই। সরকারের যদি সঠিক ভূমিকা থাকে তবে মুখ্যমন্ত্রীর কাজেরও প্রশংসা করব। আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই। তবে বিচারপতির এহেন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।